দিপীকা পাড়ুকোন যখন রনবীর কাপুরের সাথে
প্রেমছিল এই নায়িকা অতি আবেগে তার ঘাড়ে রনবীর এর নামে ট্যাটু পযর্ন্ত একেঁছিল । রনবীর কাপুরের ভালবাসায় এই নায়িকা এতটা ডুবে গেয়েছিল যে সে রনবীর র জন্য অনেক ভাল ভাল ছবি করার অফার পর্যন্ত ফিরিয়ে দিত -
অতঃপর রনবীর দিপীকার সাথে সম্পর্ক থাকা অবস্থাতেই জরিয়ে পরে অন্য একজন জনপ্রিয় নায়িকার সাথে , ওই সময় টা দিপীকা জানার পর দিপীকা সম্পূর্ন ভেঙ্গে পরেছিল ।এক ইন্টারভিউতে আমি দিপীকা কে বলতে শুনেছি যে দিপীকা নাকি ১৬ ঘন্টা ঘুমের ঔষুধ খেয়ে বিছানায় পরে থাকত । নিজেকে পরিবর্তন করতে তার অনেক কষ্ট ও যন্ত্রনা সহ্য করতে হয়েছে । তার জীবনে অনেক গুলো জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি এসেছে তিনি অনেক পুরস্কৃত ও হয়েছিলেন কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করে । তার জীবনে ওই ভেঙ্গে পরা সময়টা কেউ এসেছে কারন প্রকৃতি সমতা পছন্দ করে তাই তার জীবনে এনে দিয়েছিলেন রনবীর সিং কে ,,রনবীর সিং তাকে এটাই ভালবাসা দিয়ে তার মনের ক্ষত সারিয়ে দিয়েছিলেন যে তারপরিনতি আমরা এখন দেখতে পারি । তার সুখী দম্পতি হিসেবে আত্মপ্রকাশ করেছে । তাই বলব কারো জন্য পৃথিবী থেমে থাকেনা , আমরা ভালবাসতে ভূল করি কিন্তু ভালবাসা কখনও ভূল হতে পারেনা । কেউ আপনার মূল্য না বুজলে তার কাছে নিজেকে প্রকাশ করা বন্ধ করুন ,কেউ চলে গেলে আফসোস করার কিছু নেই কারন যে আপনার জন্য পারফেক্ট রাইট ওয়ান সে আসবেই ,,,,সে শুধু আপনার জীবনে আসবে না আপনাকে প্রচন্ড ভালবেসে আগলে রাখবে সমস্ত কিছুর থেকে ।
Every girl love this type of possesiveness
❤️
Bollywood Star⭐ , Ranbir Kapur, Dipika Padukar
Collected
অনুগ্রহ করে কোনো স্প্যাম লিংক পোস্ট করবেন না