নতুন করে এক লাখ কর্মী নেবে অ্যামাজন

 

নতুন করে এক লাখ কর্মী নেবে অ্যামাজন


Amazon এ নতুন কর্মী নিয়োগ হচ্ছে যারা বা যাদের কাজ দরকার তারা অবশ্যই এটি দেখুন




করোনাভাইরাস বাস্তবতায় যুক্তরাষ্ট্রে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন। 

হুট করে ‘হোম ডেলিভারি’-এর উপর চাপ বেড়ে যাওয়ায় সিদ্ধান্তটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে জানিয়ে অ্যামাজন বলেছে, “বছরের এই সময়ে এতো কর্মীর প্রয়োজন হওয়াটা নজিরবিহীন।” – খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।


“বর্তমান জটিল পরিস্থিতি অনেকেরই সেবা কার্যক্রম, রেস্টুরেন্ট, ভ্রমণ ইত্যাদি খাতের চাকরিতে প্রভাব ফেলেছে। আমরা তাদেরকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এবং পুরোনো কাজে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের দলে স্বাগত জানাতে চাই।” – সোমবার এক ব্লগ পোস্টে লিখেছেন অ্যামাজন নির্বাহী ডেভ ক্লার্ক।

Amazon Job 

এ ছাড়াও কর্মীদের মজুরি বাড়ানো সম্পর্কেও তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। ঘণ্টাচুক্তিতে যারা অ্যামাজনের ওয়্যারহাউজে কাজ করেন এবং যারা প্রতিষ্ঠানটির সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে কাজ করছেন, তাদের মজুরি বাড়াবে বলেই জানিয়েছে অনলাইন রিটেইল জায়ান্ট খ্যাত মার্কিন প্রতিষ্ঠানটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.