অসফল ক্রিকেটাররের ঘুরে দাঁড়ানোর গল্প! ‘জার্সি’ পরে শীঘ্রই ফিরছেন শাহিদ

 

  • মুক্তি পেল ‘জার্সি’র ট্রেলার। ৩১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।


  • একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প পর্দায় তুলে ধরবেন অভিনেতা শাহিদ কাপুর। সৌজন্য তাঁর আসন্ন ছবি ‘জার্সি’। গৌতম তিন্নানাউরি পরিচালিত জার্সি একই নামের তেলুগু ছবির রিমেক এই ছবি। ছবিতে শাহিদের বিপরীতে অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর। ইতিমধ্যে জার্সির প্রথম ঝলক শেয়ার করেছেন শাহিদ কাপুর।


২৩ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় মুক্তি পেল ছবির ট্রেলার। প্রায় দু-বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সিনে পর্দায় আসতে চলেছে এই ছবি। ছবির গল্প, টিম সবটাই একটু স্পেশ্যাল বলে জানিয়েছেন শাহিদ। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। ভারতের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে ‘জার্সি’।


একজন প্রতিভাবান কিন্তু অসফল ক্রিকেটারের গল্প বলবে জার্সি। ছেলের ইচ্ছা পূরণের জন্য চল্লিশ ছুঁইছুঁই সেই ক্রিকেটার ফের একবার ব্যাট হাতে তুলে নেবে। কারণ ছেলের ইচ্ছে বাবা তাঁকে উপহার দিক টিম ইন্ডিয়ার জার্সি। গৌতম তিন্নানাউরি তেলুগুর পাশাপাশি হিন্দি ছবিরও পরিচালনা করছেন। আপাতত, 'জার্সি’-র মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহিদের ভক্তরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.