বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি রাজ্যে,সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের

 বাংলা থেকে জাঁকিয়ে পড়া শীত বিদায় নিয়েছে প্রায় সপ্তাহখানেক আগেই। বর্তমানে রাতের দিকে একটু শীতের আমেজ থাকলেও দুপুরবেলা ঘরের পাখা চালাতেই হচ্ছে। তবে এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে উত্তরবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও পাল্লা দিয়ে বাড়বে। আসলে সপ্তাহ খানেক ধরেই ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। গ্রীষ্মকালে কি পরিস্থিতির সৃষ্টি হবে সেই নিয়ে আপাতত বেশ চিন্তায় সাধারণ মানুষেরা।

আসলে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে পশ্চিমী ঝঞ্জা আঘাত হেনেছে। এর ফলে জম্বু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে হালকা বৃষ্টি দেখা দিচ্ছে। আর তার প্রভাবে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে বৃষ্টি ও সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা গিয়েছে।

আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে যে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের রাজ্যগুলিতে বৃষ্টি না হলে তার পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।


আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বুধবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রী বেশি। কলকাতা তথা দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম পড়েছে।


এমনকি দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রী সেলসিয়াস অব্দি যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দক্ষিণবঙ্গের তুলনায় সম্পূর্ণ অন্য চিত্র উত্তরবঙ্গের। এরইমধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির কারণে শীতের আমেজ আছে। বাতাসের ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তর মনে করছে যে আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের আবহাওয়া এরকম মনোরম থাকবে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.