লঞ্চ হল Redmi Note 10, সস্তায় পুষ্টিকর বোধহয় একেই বলে
অবশেষে লঞ্চ হল Xiaomi-র নতুন বাজেট স্মার্টফোন Redmi Note 10। বেশ কিছুদিন ধরেই Redmi Note 10 সিরিজের লঞ্চের অপেক্ষায় ছিলেন টেকপ্রেমীরা। বৃহস্পতিবার হল অপেক্ষার অবসান।
Redmi Note 10 সিরিজে বৃহস্পতিবার তিনটি স্মার্টফোন লঞ্চ হল। একটা এন্ট্রি লেভেল-এর Redmi Note 10, একটি মিড সেগমেন্ট-এর Redmi Note 10 Pro এবং একটি হায়ার-মিড সেগমেন্ট-এর Redmi Note 10 Pro Max।
তিনটি ফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় পার্থক্য ক্যামেরা সেন্সরে। Redmi Note 10-এ রয়েছে 48 MP Sony IMX 582 প্রাইমারি সেন্সর। Sony-র এই ক্যামেরা সেন্সরই এই সেগমেন্টে Redmi Note 10-কে অন্য সব স্মার্টফোনের থেকে আলাদা করে তোলে।
এক নজরে দেখে নিন Redmi Note 10-এর স্পেসিফিকেশন :
RAM : 6 GB
Internal Memory : 128 GB
Processor : Qualcomm Snapdragon 678
ব্যাটারি : 5000 mAh 33 W ফাস্ট চার্জিং
ডিসপ্লে : 6.43-inch (60 Hz Refresh Rate)
রিয়ার ক্যামেরা : 48 MP Sony IMX 582 প্রাইমারি সেন্সর + 8MP + 2MP + 2MP
ফ্রন্ট ক্যামেরা : 13 MP
দাম : Redmi Note 10-র দাম শুরু হচ্ছে ১১,৯৯৯ টাকা থেকে(4GB 64GB)।
অনুগ্রহ করে কোনো স্প্যাম লিংক পোস্ট করবেন না